তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রশাসনের নির্দেশ অবশেষে পুকুরে ভরাট হওয়া মাটি তোলার কাজ শুরু হলো রবিবার থেকে।পানাগড়ের অনুরাগপুরে গত কয়েকদিন আগে একটি পুকুর ভরাটের অভিযোগ ওঠে কয়েকজন অসাধু ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়রা পুকুর ভরাটের কাজ আটকে প্রতিবাদ জানায়।কাঁকসা থানার পুলিশ ও কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অভিযানে মেনে পুকুর ভরাটের কাজ বন্ধ করার নির্দেশ দেয়।
প্রশাসনের পক্ষ থেকে ৫দিনের সময় দেওয়া হয়।পুকুর কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য।সেই মত রবিবার থেকে পুকুর থেকে মাটি তোলার কাজ শুরু হয়েছে।