তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে পড়ুয়াদের মনে কবিগুরুর চেতনা জাগাতে মঙ্গলবার সকালে কাঁকসার রাজবাঁধ চটি সংলগ্ন শিশু সদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পূর্ণ মূর্তির উদ্বোধন করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়,বুদবুদ থানার ওসি মইনুল হক, কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ বিশিষ্টজনের।২৫শে বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সকালে রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পাশাপাশি এদিন বিশিষ্ট ব্যক্তিদের এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় কে সংবর্ধনা জানানোর পর। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ মূর্তি উদ্বোধন করা হয়। কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন রাজবাঁধের শিশু সদনে বহু দুস্থ পড়ুয়া থাকে।
তাদের মধ্যে পড়াশোনার পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা জাগাতে বুদবুদ থানার পুলিশের এবং দুর্গাপুর আনন্দ মেলা চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উদ্বোধন করা হয়।