তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কর্ণাটকে কংগ্রেসের জয়,পানাগড় বাজারে একে অপরকে সবুজ আবির মাখিয়ে বাজি ফাটিয়ে বিজয় মিছিল করলো কংগ্রেস কর্মী সমর্থকরা।শনিবার বিকালে পানাগড়ের মাছ বাজার থেকে রেলপাড় পর্যন্ত মিছিল করে কংগ্রেসের কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এদিন মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি,পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, কংগ্রেস নেতা সফিকুল ইসলাম,মোজাম্মেল হক,ইন্দর কুমার মেহেরা সহ অন্যান্যরা।
কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি বলেন কর্ণাটকের মানুষ কংগ্রেস কে ভোট দিয়ে বিজেপিকে কেন্দ্র থেকে হটানোর পথ দেখালো।আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে এবং কেন্দ্রের বিজেপি সরকার কে হটিয়ে ক্ষমতায় আসবে বলে তার আশা।