সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- খারাপ রাস্তা অবিলম্বে সারানোর দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। প্রায় ৫ ঘন্টা ধরে অবরোধ চলে। আটকে পড়ে যানবাহন। অবরোধকারীদের দাবি বিধায়ককে জানাতে হবে কবে রাস্তার কাজ হবে।
পূর্ব বর্ধমানের মেমারি ২ পঞ্চায়েত সমিতির সাতগেছিয়া ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কালিবেলে গ্রাম। গ্রামবাসীদের দাবি এখানকার রাস্তার অবস্থা চলা অযোগ্য। এক কিলোমিটার দূরে স্কুলে বর্ষাকালে শিশুরা যেতে পারেনা। বিয়ে করতে এসে বরযাত্রীরা গ্রামে প্রবেশ না করে ফিরে যান। তাদের দাবি; বর্তমান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য কথা দিয়েছিলেন ভোটের পর এই রাস্তা হয়ে যাবে। তিনি কথা রাখেন নি।এমনকি গ্রামবাসীদের বারবার ঘোরাচ্ছেন।
গ্রামবাসীদের দাবি; তাদের দাবি না মিটলে তারা পঞ্চায়েতে ভোট দেবেন না। এমনকি গ্রামে কাউকে ভোটে দাড়াতেও দেবেন না।
দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে আলোচনায় কিছু সিদ্ধান্ত হয়। এখানে ছিলেন বিধায়কের প্রতিনিধিরা। ঠিক হয়েছে বিডিও তাদের সাথে আলোচনায় বসবেন।রাস্তা সারাইয়ের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। গ্রামবাসীরা জানান; সমাধান না হলে আবার অবরোধ করা হবে।