তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তৃণমূলের ব্লক স্তরের এক নেতাকে বিজেপির সংসদের সাথে পাশাপাশি দেখা যাওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়ল তৃণমূল নেতৃত্ব।বৃহস্পতিবার নীল ষষ্ঠী উপলক্ষে বুদবুদের চাক তেঁতুল গ্রাম পঞ্চায়েতের একটি শিব মন্দিরে পূজো দিতে আসেন বর্ধমান দুর্গাপুরের বিজেপির সাংসদ এসএস আলুওয়ালিয়া।
এদিন আলুওয়ালিয়ার সাথে গলসি ১ নম্বর ব্লকের তৃণমূলের নেতা স্বপন কুমার ঘোষকে তার পাশে দেখা যায়।সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়ে ব্লক নেতৃত্ব।
চাক তেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা অশোক ভট্টাচার্য জানিয়েছেন গত বিধানসভা ভোটের সময় তৃণমূলের ওই নেতা বিজেপির হয়ে কাজ করছিল।তার দাবি এখনো তিনি বিজেপি হয়ে কাজ করছেন এবং বিজেপিতে ঢোকার চেষ্টা চালাচ্ছেন।এই ঘটনায় অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে।
যদিও পানাগড় থেকে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মার দাবি 'একজন বিজেপির সাংসদের সাথে কেউ যদি সাক্ষাৎ করে বা ছবি তোলে তাতে অন্যায় কিছু হয় না। সাংসদ নিজের এলাকায় গিয়েছিলেন। যে দলটা উপর থেকে নিচে পর্যন্ত চুরি করতে ব্যস্ত তাদের কথার কোন মূল্য নেই।'