তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো এলাকায়। মৃত যুবকের নাম বাসুদেব ধর।বয়স 22 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবক কাঁকসা থানার শের পুরের বাসিন্দা।
শনিবার সকালে কাঁকসা থানার পিছনের একটি জঙ্গলে গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায়।
মৃত যুবক কাঁকসার হাটতলা এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতো।মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।