সোমনাথ মুখার্জী ,পাণ্ডবেশ্বর :-তিন চার দিন ধরে গ্রাহকরা পরিষেবা পাচ্ছেন না পাণ্ডবেশ্বরে পোস্ট অফিসে উঠলো এমনই অভিযোগ ।গ্রাহকদের অভিযোগ তিন চার দিন থেকে তারা পোস্ট অফিসে লেনদেন করতে পারছেন না । দরকারি টাকা তুলতে গেলেও হচ্ছে না টাকা তোলা এমনই অভিযোগ করছেন পোস্ট অফিসের গ্রাহকরা।
শংকর রক্ষিত নামে পোস্ট অফিসের এক গ্রাহক জানান যে কয়েক দিন ধরে তিনি পোস্ট অফিসে ঘুরে যাচ্ছেন দরকারি টাকা তিনি তুলতে পারছেন না, ফলে চরম সমস্যায় পড়েছেন তিনি। তিনি বলেন পোস্ট অফিসে এলেই লিংক নেই বলে হচ্ছে না কাজ। অথচ এর ব্যাপারে কোন সদুত্তর দিতে পারছে না পোস্ট অফিসের কর্মীরা ।
কবে ঠিক হবে লিংক পরিষেবা ? এই প্রশ্ন এখন ঘুরছে গ্রাহকদের মধ্যে। আর এই লিংক বিভ্রাটের জেরে চরম দুশ্চিন্তায় সংশ্লিষ্ট পোস্ট অফিসের পেনশন ভোগি গ্রাহকরা । কেননা মাস গেলেই টেনশনের টাকা তুলে চলে সংসার আর সেই টাকা তুলতেই সমস্যা। ফলে চরম দুশ্চিন্তায় রয়েছেন পেনশনভোগী গ্রাহকরা।
যদিও এ বিষয়ে পাণ্ডবেশ্বরে পোস্ট অফিসের পোস্টমাস্টার হারাধন চক্রবর্তী জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে । এখন দুশ্চিন্তাগ্রস্ত সংশ্লিষ্ট পোস্ট অফিসের গ্রাহকরা তাকিয়ে আছেন কবে কখন থেকে পোস্ট অফিসের পরিষেবা ফের আগের মত চালু হবে?