সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে বচসা।জেলা বিজেপির যুবমোর্চার সভাপতিকে ছুরি মারার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনায় বর্ধমানের ঢলদীঘি মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে উপস্থিত হন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা সহ বিজেপির কর্মী সমর্থকরা।
আক্রান্ত পিন্টু সামের দাবী রাস্তায় বাঁধা বিজেপির দলীয় পতাকা কয়েকজন খুলে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙা ছিল।এই নিয়ে প্রতিবাদ করতেই একজন তাকে তেড়ে যায়।তার পিছনে আরো দু'জন ছিল।তিনি তাকে বাধা দিলে তার হাতে ছুরি চালানো হয় বলে অভিযোগ।তিনি পাশের একটি দোকানে ঢুকে রক্ষা পান।এই জায়গায় সিসি ক্যামেরা আছে।তার ফুটেজ সংগ্রহ করলেই পুলিশ জানতে পারবে কারা আক্রমণকারী।
জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, শুক্রবার বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল। রাজ্য বিজেপির সহসভাপতি শ্যামাপদ মণ্ডল কর্মসূচিতে ছিলেন। রাতে তিনি বর্ধমানেই ছিলেন। পিন্টু তাকে বর্ধমান স্টেশনে ট্রেনে তুলে ফিরছিল।ওই সময়ে পিন্টু দেখে ঢলদীঘি মোড়ে কয়েকজন তাদের দলীয় পতাকা খুলে দিচ্ছে। এই নিয়ে প্রতিবাদ করতে গেলে তার উপর তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা চড়াও হয়।
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, এটা মিথ্যা অভিযোগ। গতকাল শুভেন্দু অধিকারীর সভায় লোকজন হয় নি।তাই মিথ্যা অভিযোগ করে বাজার গরম করতে চাইছে।যেহেতু আজ আমাদের মিছিল আছে।তাই এসব করছে। আসলে ওদের গোষ্ঠী কোন্দলের ঘটনা।