সংবাদদাতা,অন্ডাল :- অন্ডালের মুকুন্দপুর এলাকার বাউড়িপাড়ার কুয়া থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার সকালেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি, খবর দেওয়া হয় অন্ডাল থানায়। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ।
শনিবার সকালে অন্ডালের মুকুন্দপুর বাউরি পাড়া এলাকার একটা কুয়ো থেকে উদ্ধার হল হয়রানি বাউরী নামে বছর ৫৫ মহিলার দেহ। স্থানীয় লোকেরাই প্রথমে জল আনতে এসে বিষয়টি লক্ষ্য করেন খবর দেওয়া হয় তার বাড়ির লোকেদের। পাশাপাশি খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে ।
মৃতা হয়রানি বাউরির ভাইপো অক্ষয় বাউড়ি জানান, মৃত মহিলা সম্পর্কে তার মাসি। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন দীর্ঘদিন ধরে আর তার চিকিৎসার জন্যই তাকে এখানে এনে রাখা হয়েছিল। মাঝেমধ্যেই তিনি কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন হলে জানান অক্ষয়বাবু । তিনি বলেন, গতকাল রাত্রে কখন সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তারা কেউ জানেন না, পাড়ার লোকেরাই তাদের খবর দেয় ঘটনার বিষয়ে ।
ঘটনাস্থলে এসে তারা দেখেন তাদের মাসির দেহ পড়ে রয়েছে কুয়োতে। মৃতদেহ উদ্ধার করার জন্য আনা হয় দমকল বাহিনীকে । দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে কুয়ো থেকে। মৃতদেহ উদ্ধার করার পর অন্ডাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় মৃতদেহ । সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।