সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- "দিদির সুরক্ষা কবচ" তথা "অঞ্চলে একদিন" কর্মসূচিতে শনিবার দিনভর ব্যস্ত থাকলেন পাণ্ডবেশ্বরের এর তৃণমূল বিধায়ক । শুনলেন স্থানীয়দের অভাব, অভিযোগ, সমস্যার কথাও ।
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে "দিদির সুরক্ষা কবচ" নামে কর্মসূচিকে হাতিয়ার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস । এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে দলের জনপ্রতিনিধি ও নেতাদের সাথে স্থানীয়দের জনসংযোগ-কে ঝালিয়ে নেওয়া । এই কর্মসূচী টি হচ্ছে কয়েকটি পর্বে ।
শনিবার দ্বিতীয় পর্বে "অঞ্চলে একদিন"- কর্মসূচিতে এদিন পাণ্ডবেশ্বর ব্লকের ডালুরবাঁধ ও কেন্দ্রা পঞ্চায়েত এলাকায় ছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রথমেই পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ শিব মন্দিরে পুজো করে কর্মসূচি শুরু করেন বিধায়ক । এরপর কেন্দ্রা গ্রামের ছাতা ধাওড়া এলাকায় এদিন সকালে বেশ কয়েকজনের বাড়িতে যান বিধায়ক । সাথে ছিলেন পাণ্ডবেশ্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি ও নির্বাচিত দূতেরা ।
স্থানীয়দের বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের প্রচারের পাশাপাশি, প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন কিনা সেই বিষয়েও জানতে চান বিধায়ক । এরপর উপস্থিত হন কেন্দ্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন । এরপর কেন্দ্রা এলাকার তৃণমূল কর্মী সমর্থক দের সাথে বৈঠক করেন বিধায়ক ।
কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন দুপুরে কেন্দ্রা এলাকার আদিবাসী সমাজের রাসমণি ধাঙরের বাড়িতে মধ্যাহ্নভোজন করেন বিধায়ক । বিকাল বেলায় কেন্দ্রা হাট তলায় এলাকায় জনসংযোগ সভা ও তারপর দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মীসভা হয়। এরপর এদিন রামনগর গ্রামের দলীয় কর্মী অশোক বাদ্যকরের বাড়িতে নিশি যাপন করবেন বিধায়ক বলে বিধায়ক জানান।