তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- 'বকেয়া টাকা উদ্ধার করতেই অপহরণের ছক কষেছিল ৪ যুবক।এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এক অপহরণকারীর মায়ের বক্তব্যে।' অপহরণের প্রায় এক ঘন্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ব্যাবসায়ী সন্তোষ দে।
জানা গেছে আসানসোলের রেল পাড়ের বাসিন্দা ওই মহিলার অভিযোগ তার ছেলের কড়াইয়ের ব্যবসা আছে।তার কাছ থেকে প্রায় ৩লক্ষ ৮০ হাজার টাকার কড়াই কেনেন কাটোয়ার বাসিন্দা অপহৃত ব্যক্তি। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা চাইলেও ওই ব্যক্তির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার ওই ব্যক্তি কাটোয়া থেকে দুর্গাপুর যাওয়ার পথে তাকে কাঁকসার বিরুডিহায় বাসস্ট্যান্ড থেকে বাস থেকে টেনে নামিয়ে ছোট গাড়িতে করে তুলে নিয়ে যায় চার জন।জামুরিয়ার কাছে নাকা চেকিং এ ধরা পড়ে যায় চারজন। ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণে ব্যবহৃত গাড়িটিকে।
উদ্ধার হওয়া ব্যবসায়ীকে এবং চার দুষ্কৃতিকে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।কাঁকসা থানার পুলিশ ধৃতদের আজ দুপুর নাগাদ কাঁকসা থানায় নিয়ে আসে।ধৃতরা জানিয়েছেন তাদের ফাঁসানো হয়েছে।ওপর দিকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান নি ওই ব্যবসায়ী।