সংবাদদাতা , পূর্ব বর্ধমান:- চলন্ত ট্রেন থেকে হার ছিনতাইকারী দুস্কৃতিকে গ্রেফতার করলো পুলিশ।ধৃতের নাম সেখ আজিজুল।বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের মণ্ডলপাড়ায়।
গত ৫ মার্চ হাওড়া বর্ধমান মেইন শাখার লোকাল ট্রেনে দেবীপুর থেকে বর্ধমান যাওয়ার পথে শক্তিগড় স্টেশনের কাছে একজন দুস্কৃতি চলন্ত ট্রেন থেকে একজন মহিলা যাত্রীর গলার হার ছিনতাই করে চম্পট দেয়।
হার ছিনতাইয়ের পর তিনি মানসিক ভাগে ভেঙে পড়েন।কয়েকদিন পর তিনি বর্ধমান স্টেশনের জিআরপিতে অভিযোগ করেন।অভিযোগ পেয়ে জিআরপি তদন্তে নেমে শক্তিগড় মণ্ডলপাড়ার বাড়ি থেকে সেখ আজিজুলকে গ্রেফতার করে।