তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো ডাম্পারের চালক ও খালাসি।ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাশে রেল ব্রিজে ওঠার মুখে।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই সামনের ডাম্পার টি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দুর্গাপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ।