তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক মহিলার মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার দু'নম্বর কলোনি এলাকায়। মৃত মহিলার নাম আরতী মন্ডল, ৫৩ বছর বয়সী ওই মহিলাকে বাড়ির ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন সকাল থেকে ওই মহিলাকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পর বাড়ির ভেতরেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির সদস্যরা।কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।