তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিদ্যুতের সরঞ্জাম চুরির অভিযোগে দু জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত দু জনের নাম দীপক বাগদি ও ঝন্টু বাগদি ধৃত দু জনের বাড়ি কাঁকসার রাজবাঁধের বান্দ্রা গ্রামে।ধৃত দু জনকে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে গত ২০ তারিখে বিদ্যুৎ বন্টন দফতরের অধিকারিকরা কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানোর পর।
অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে দুই জনকে গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করে।