তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল পাঁচ জন।দুর্ঘটনাটি ঘটেছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার মিনি বাজার এলাকায়। জানা গেছেআজ দুপুর আড়াইটা নাগাদ মিনি বাজার এলাকায় একটি ছোট গাড়ি বোলপুর থেকে পানাগড় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে।
দুর্ঘটনায় তিনজন মহিলা সহ দুজন পুরুষ আহত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ এবং পানাগড় দমকল বিভাগের কর্মীরা।স্থানীয়দের সহযোগিতায় দমকল বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের রাজ বাঁধের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।