সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বর এর বর্ধমান বীরভূম সীমান্তে পাণ্ডবেশ্বর পুলিশের নাকা তল্লাশির সময়ে মোটরবাইক থেকে উদ্ধার প্রচুর তামার তার । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার অন্যান্য দিনের মতো পাণ্ডবেশ্বর এর বীরভূম বর্ধমান সীমান্ত অজৈ ঘাট সংলগ্ন নাকা পোস্টে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ ।সন্দেহবশত এক বাইক আরোহী কে আটকায় পুলিশ। তার গাড়ির ডিকির মধ্যে হলুদ ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ১০ কেজি তামার তার। ওই ব্যক্তি কোন কিছুরই বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে, আটক করা হয় তার বাইকটিকেও।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তি ইসমাইল শেখ ওরফে মুড়াল। ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের দয়ানগর তালতলা পাড়া বেলডাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সোমবার ধৃতকে দুর্গাপুর আদালতের তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে পুলিশি হেফাজতের নেওয়ার আবেদন আদালতের কাছে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।