সংবাদদাতা,পূর্ব বর্ধমান :- গ্যাস ওভেন সারাইয়ের দোকানে আগুন লেগে গ্যাস সিলিণ্ডার ফেটে বিস্ফোরণ হয় বর্ধমান শহরের বড়নীলপুরে। বুধবার দুপুরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । দোকানে বড় গ্যাসের সিলিণ্ডার থেকে ছোটো সিলিণ্ডারে করা হতো রিফিলিং। দোকানে গ্যাস ওভেন সারাই,গ্যাস রিফিলিং এবং চা তৈরি হত।
বড়নীলপুরের একটি ক্লাবের নীচে থাকা এই দোকানে স্থানীয় এক মহিলা যখন ছোট সিলিন্ডারে গ্যাস ভরতে যান,এই সময় হঠাৎই আগুন লেগে যায়।দোকানে সিলিণ্ডার মজুত থাকায় সিলিণ্ডার ফেটে বিস্ফোরণ ঘটে।।
স্থানীয় মানুষেরা বেশ কয়েকটি সিলিণ্ডার ফেটে বিস্ফোরণের শব্দ শোনেন। দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনায় আহত হন দোকান মালিক এবং এক মহিলা। ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের একজনকে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।