তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ৮ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি সার কারখানার সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা।সিপিআইএম এর শ্রমিক সংগঠনএবং সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মঙ্গলবার সকালে কয়েকশো বাম কর্মী সমর্থকেরা মিছিল করে এসে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভের পাশাপাশি এদিন একগুচ্ছ দাবিকে সামনে রেখে কারখানা কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেন বাম কর্মীরা।বাম কর্মীদের অভিযোগ ওই বেসরকারি সার কারখানা যে ফাঁকা জমি অধিগ্রহণ করেছে সেই ফাঁকা জমিতে এখনো পর্যন্ত কোন শিল্প গড়ে ওঠেনি। যদি ফাঁকা জমিতে শিল্প না গড়া হয় সেই জমি সরকারের কাছে তারা ফেরত দিক। এছারাও যে সমস্ত শিক্ষিত বেকার যুবক রয়েছে কারখানার আশেপাশের গ্রামে। সেই সমস্ত বেকার যুবকদের যাতে ওই কারখানায় চাকরি হয় সেই দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন।
অপরদিকে পানাগড় থেকে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মার দাবি পুরোটাই সিপিএম এবং তৃণমূলের গটাপ।বাম জামানায় কারখানা গড়ার জন্য বহু জমি অধিগ্রহণ করা হয়েছে।বাম জামানায় জমি অধিগ্রহণ করার সময় নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি তারা। যা হচ্ছে পুরোটাই ভন্ডামি। তৃণমূলের সাথে জোগ সাজোস করে সিপিআইএম লোক দেখানোর জন্য এই ধরনের আন্দোলন করছে বলে তার দাবি।