তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- ত্রয়ম্বকে দেবী দুর্গা মন্দিরে বার্ষিক পুজো উপলক্ষে মঙ্গলবার সকালে পানাগড়ের রণডিহা মোর সংলগ্ন এলাকা থেকে একটি কলস যাত্রা বের হয়। কলস যাত্রা রনডিহা মোর সংলগ্ন এলাকা থেকে শুরু করে রেল কলোনি রেলপার সহ বিভিন্ন এলাকা ঘুরে পানাগড়ের রেল স্টেশন সংলগ্ন জলাশয় থেকে জল নিয়ে পুনরায় মন্দিরে কলস যাত্রা শেষ হয়।
কলস যাত্রায় প্রায় 500 জন মহিলা অংশগ্রহণ করেন।কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পানাগড়ের বিভিন্ন প্রান্তে মোতায়ন করা হয়।