সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর :- বিবাহ বহির্ভূত সম্পর্কের জের আত্মহত্যা প্রেমিকযুগলের।সাত সকালে যুগলের রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামের অদূরে একটা জঙ্গলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি এলাকায়। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সূত্র মারফত জানা যায়, মৃত দুইযুগলের মধ্যে প্রনয়ের সম্পর্ক ছিল। মৃতা মেয়ের মা মুতি কোল জানান, তার মেয়ে ছিল স্বামীহারা বিধবা রয়েছে একটা সন্তানও, অন্যদিকে যে ছেলেটির সাথে তার মেয়ের প্রণয়ের সম্পর্ক ছিল সেও ছিল বিবাহিত।
স্থানীয় বাসিন্দা অনিল মন্ডল ও বিষ্ণুদেব ভান্ডারিরা জানান, শুক্রবার সকালে খবর পান যে খোটাডিহি গ্রামের অদূরে একটা জঙ্গলের দুটি দুটি ঝুলন্ত অবস্থায় দেহ রয়েছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায় একটা ওড়নাতেই দুইজনে একসাথেই জঙ্গলের একটা গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তবে ময়নাতদন্তের পর আসল সত্য সামনে আসবে । ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে এই আত্মহত্যার পিছনে অন্য কোন কারণ আছে কিনা খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা তথা মৃতার পরিবারের তরফে একথা স্বীকার করা হয়েছে যে এই দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। মৃত যুবকের নাম প্রশান্ত রুইদাস(২৭)ও যুবতীর নাম সর্বনি কোল (২৪)মৃত দুই প্রেমিকেরই সন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।