সোমনাথ মুখার্জী,অন্ডাল:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে আজ থেকে শুরু হল পথ নিরাপত্তা সপ্তাহ।একযোগে ৪৭ টি জায়গায় অভিযান শুরু করেছে।এই সড়ক নিরাপত্তা সপ্তাহ চলবে 13 ফেব্রুয়ারী থেকে 20 ফেব্রুয়ারী পর্যন্ত।
এই ধারাবাহিকতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানা ও পাণ্ডবেশ্বর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড় ও হরিপুরের গাইঘাটা মোড়ে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতার অনুষ্ঠান করা হয় । বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতা বার্তা দেওয়া হয় ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলুই, পাণ্ডবেশ্বর ট্রাফিক পুলিশের আধিকারিক আমিনুর রহমান খান সহ পাণ্ডবেশ্বর থানার অন্যান্য আধিকারিক ও ট্রাফিক পুলিশের আধিকারিকেরা এছাড়াও উপস্থিত ছিলেন সিভিক ভলেন্টিয়াররা ।