তনুশ্রী চৌধুরী,পানাগড়:- ৫ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।সারা রাজ্যের পাশাপাশি বৃহস্পতিবার সকালে পানাগড় বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস পালন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন কেক কেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবসের অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, কাঁকসা ব্লকের জেনারেল সেক্রেটারি সন্দীপ মহল, ব্লকের সমস্ত অঞ্চলের সভাপতিরা সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস পালন করার পাশাপাশি ব্লকের সমস্ত কর্মীদের একত্রিত করে পানাগড় বাজার থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে সেই শপথ গ্রহণ করা হয়।