তনুশ্রী চৌধুরী,পানাগড়:- স্থানীয়দের সহযোগীতায় মঙ্গলবার পানাগড়ের রেলপাড় থেকে অসুস্থ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলো কাঁকসা থানার পুলিশ।স্থানীয় বাসিন্দা পুরব ব্যানার্জি জানিয়েছেন গত কয়েকদিন ধরে রেলপারের ট্যাঙ্কি তলায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলো এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা জয়দেব মুখার্জি জানিয়েছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।ওই এলাকায় তার পরিবার রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বাড়ির বাইরে ঘুরে বেড়াতেন। গত কয়েকদিন ধরে পানাগড়ে প্রবল ঠান্ডা পড়েছে যার কারণে ওই ব্যক্তি আরও অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্যদের খবর দিলেও তারা কেউ আসেন নি।
অগত্যা কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাঁকসা থানার পুলিশ চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে তাকে হাসপাতালে ভর্তি করে।আপাতত পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার চিকিৎসা শুরু হয়েছে।