তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কথা দিয়ে কথা রাখলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার।গত দুদিন আগে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে জনসংযোগে বেরিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার।
আমলা জোড়া অঞ্চলে যেতেই সেখানকার কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত টমেটো হাতে নিয়ে মন্ত্রীর কাছে হাজির হন।কৃষকেরা মন্ত্রীর কাছে আবেদন করেন জলের অভাবে তাদের ফসল নষ্ট হয়।ওই এলাকায় কয়েকশো কৃষক টমেটো, কাঁচা লঙ্কা, ঢেরস, কুমড়ো সহ অন্যান্য সবজি চাষ করেন।
জলের অভাবে অনেক কৃষক ফসল ফলাতে পারে না। তাই সরকারিভাবে যদি জলের কোন ব্যবস্থা করা যায় তাহলে কয়েকশো কৃষক উপকৃত হবেন। কৃষকদের সমস্যার কথা শুনে প্রদীপ মজুমদার দ্রুত চাষের জন্য জলের ব্যবস্থার আশ্বাস দেন।সেইমতো ৭২ ঘণ্টার মধ্যে রবিবার সকালে প্রশাসনিক আধিকারিকরা আমলা জোড়া অঞ্চলে এসে হাজির হন।
কৃষকদের সাথে কথা বলার পাশাপাশি কোন কোন জায়গায় সৌর বিদ্যুৎ চালিত সাবমার্সিবল পাম্প বসবে সেই সমস্ত জায়গা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। জানা গেছে প্রায় 14 থেকে 15 টি সৌর বিদ্যুৎ চালিত সাব মার্সিবেল পাম্প বসানো হবে।
কৃষকদের আবেদনের সাড়া দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় খুশি আমলা জোড়া অঞ্চলের কৃষকেরা।