তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পানাগড় বাজারে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়।এদিন পানাগড় বাজারের রণডিহা মোড় থেকে জাতীয় পতাকা নিয়ে বিজেপির যুব মোর্চার কর্মীরা বাইক র্যালি শুরু করেন।
পানাগড় রেলপার,পানাগড় বাজার,দার্জিলিং মোড় সহ বিভিন্ন এলাকা ঘুরে রণডিহা মোড়ে শেষ হয় যুব মোর্চার তিরঙ্গা যাত্রা।এদিন তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির কাঁকসা ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি,বিজেপির যুব মোর্চার সদস্যরা সহ বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা।