তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শুক্রবার পানাগড় স্টেশন ও স্টেশনের আশেপাশের এলাকা পরিদর্শন করলেন আসানসোল ডিভিশনের ডি আর এম প্রমানন্দ শর্মা।শুক্রবার ১১ টা নাগাদ তিনি সড়কপথে পানাগড় স্টেশনে এসে পৌঁছান।পানাগড় স্টেশনে রেলের আধিকারিকদের সাথে প্রায় ঘন্টা খানের ধরে তিনি বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমকে জানান বিশেষ করে পানাগড় স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। সেই শিল্পের জন্য রেল লাইন পাতার কাজ করা হয়েছে। যে সমস্ত শিল্প তালুকের মধ্যে রেললাইন পাতা হয়েছে সেই বিষয়ে কোন সমস্যা হচ্ছে কিনা তা খোঁজ নেন আধিকারিকদের কাছে।
পাশাপাশি পানাগড় স্টেশন সংলগ্ন রেলের যে সমস্ত জমি রয়েছে। তা অধিগ্রহণ করে পাঁচিল তোলার কাজ শুরু হয়েছে। যে সমস্ত এলাকায় বসতি রয়েছে সেখানে রেলের জমি অধিগ্রহণ করতে কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলি তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিয়ে দেখেন।
তিনি জানিয়েছেন যে সমস্ত জায়গায় রেলের জমির ওপর পাঁচিল তোলা হচ্ছে সেখানে এলাকাবাসীর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে রেল তাদের সুবিধার জন্য কতটা জমি ছাড়বে সেই বিষয়ে আলোচনা চলছে। সমস্ত বিষয় খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।