তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে নিত্যদিন বাড়ছে কারখানার সংখ্যা।একদিকে যেমন নিত্যদিন বিভিন্ন কারখানার গাড়ি আনাগোনা চলছে তেমনই বিভিন্ন রাজ্য এবং জেলার মানুষের আনাগোনা বাড়ছে।
যার কারনে এলাকায় আগামী দিনে যাতে কোনো রকম দুষ্কৃতি মূলক কাজকর্ম না হয় তা রোখার জন্য পানাগড় শিল্প তালুকের মধ্যে দুটি জায়গায় দুটি পুলিশ আউট পোস্ট এর উদ্বোধন করা হলো শুক্রবার দুপুরে।
এদিন কাঁকসার মধ্যে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে এবং বুদবুদের কোটা মোড় সংলগ্ন এলাকায় মোট দুটি পুলিশ আউটপোষ্টের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ, বুদবুদ থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকটি কারখানার কর্তৃপক্ষ।
এদিন খুঁটিপুজো করে পুলিশ আউট পোস্টের সূচনা করা হয়।পুলিশ আধিকারিকরা জানিয়েছেন আগামী দিনে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে বহু কারখানা গড়ে উঠবে।বিভিন্ন রাজ্যের মানুষের আগমন হবে ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে।ফলে গোটা এলাকায় নজরদারি করার জন্য তারা দুটি আউটপোস্টের ব্যবস্থা করেছেন।
আগামী দিনে এই দুটি আউটপোস্ট থেকে গোটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপর নজরদারি রাখবে পুলিশ।