তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- কুইন্টাল প্রতি নয় কেজি করে ধান বাতিলের বিরোধিতা জানিয়ে শুক্রবার দুপুরে কাঁকসার রাজবাঁধ সংলগ্ন কৃষক বাজারে বিক্ষোভ দেখালেন কাঁকসার কৃষকরা।
কৃষকদের অভিযোগ অন্যান্য জায়গায় যে পরিমাণে ধান বাতিল করা হয় প্রতি কুইন্টালে।তার থেকেও বেশি পরিমানে ধান বাতিল করা হচ্ছে কাঁকসার কৃষক বাজারে।ফলে তারা অতিরিক্ত পরিমাণে ধান বাতিলের বিরোধিতা জানিয়ে বিক্ষোভে সামিল হন কাঁকসার কৃষকরা।
যদিও আধিকারিকরা জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী সহায়ক মূল্যের ধান ক্রয় করছেন।এবং সরকারি নিয়ম অনুযায়ী তারা ধান বা খাদ বাত বাতিল করছেন।কৃষকরা সেটা মানতে চাইছেন না।কৃষকদের দাবি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন।