তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- আগামী ১২ ই ডিসেম্বর কাঁকসার বাসুদেবপুরে তৃণমূলের শহীদ দিবস অনুষ্ঠিত হবে।। তৃণমূলের শহীদ দিবস সফল করতে বুধবার সকালে কাঁকসার রাজ বাঁধে মিছিল ও পথসভা করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
এদিন সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূলের কাঁকসা ব্লকের সভাপতি কুলদীপ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন তৃণমূলের শহীদ দিবসকে সফল করতে রাজবাঁধ বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে সমগ্র রাজ বাঁধ এলাকা প্রদক্ষিণ করে রাজ বাঁধ বাসস্ট্যান্ডে এসে মিছিল শেষ হয়।সেখানেই তৃণমূলের পথ সভা অনুঠিত হয়।
কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার জানিয়েছেন গত বাম জামানায় সিপিএম আশ্রিত দুষ্কৃতিদের হাতে চারজন তৃণমূল কর্মী খুন হয়েছিলেন।। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৯৯৮ সাল থেকে প্রতিবছর শহীদদের তর্পণ করতে তৃণমূলের শহীদ দিবস অনুষ্ঠিত হয় বাসুদেবপুর গ্রামে। এ বছরও শহীদ দিবসের দিন ব্লক নেতৃত্ব ছাড়াও জেলা এবং রাজ্য নেতৃত্ব শহীদ সভায় উপস্থিত থাকবেন।