সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বিশ্বকাপকে ঘিরে উন্মাদনায় মাতলো এসএফআই ও ডি ওয়াইএফআই, সম্প্রীতির ফুটবল খেলা হল বর্ধমানে।
ভারতের প্রতিনিধিত্ব না থাকলেও বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলা সহ গোটা ভারত। কাতারে যখন ধর্মীয় ফতোয়া, ধর্ম,বর্ণ বিশেষে বিভাজন চলছে, ঠিক তখন সম্প্রীতির বর্ণময় মিছিল করলো এসএফআই এবং ডি ওয়াইএফআই।
বর্ধমানের মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে হল সম্প্রীতির ফুটবল। বর্ণময় মিছিলে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন সহ বিভিন্ন দেশের জার্সি ছিল বাম ছাত্র ও যুবদের।
এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ চৌধুরী জানান আমাদের দেশে ধর্ম নিয়ে বিভাজন চলছে, কাতারে চলছে ফতোয়া, চলছে লিঙ্গ বৈষম্য। আমরা সারা বিশ্বকে বার্তা দিতে চাইছি না ধর্ম , না বর্ণ, না লিঙ্গ বৈষম্য, না রাজনীতি। চাই ঐক্য ও সম্প্রীতির বিশ্ব।