তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।
বুধবার মধ্য রাত্রে ওই ব্যক্তিকে কাঁকসার হাসপাতাল মোড় সংলগ্ন জাতীয় সড়কের আন্ডার পাশ এলাকা থেকে গ্রেফতার করে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।ধৃত ব্যক্তির নাম শ্রীকান্ত মরিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তি কলকাতা যাওয়ার পথে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ চালক মদ্যপ আছে কিনা তা পরীক্ষা করতে মেশিন দিয়ে তাকে পরীক্ষা করতে তাকে মদ্যপ অবস্থায় পায়।
এর পরই তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়।ধৃত লরি চালককে বৃহস্পতিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।