সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- দীর্ঘদিন ধরে দাবিদাওয়া না মেটায় জাতীয় সড়কে কাজে কর্মরত কর্মীরা আন্দোলনে নেমেছেন। তারা আঝাপুরে কতৃপক্ষের দপ্তরের সামনে অবস্থানে বসেছেন। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও কতৃপক্ষের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি।শ্রমিকেরা জানিয়েছেন,দাবি না মিটলে তারা অনশন ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন।
এই শ্রমিকেরা ন মাসের উপর জাতীয় সড়কের নানা ধরণের কাজে যুক্ত আছেন।তাদের তরফে সুপারভাইজার পুষ্পেন মাজি ও শ্রমিক সুমন সেন জানান; কোনো শ্রম আইন মেনে এখানে কাজ হচ্ছে না। তাদের কোনো সঠিক মজুরি নেই। কমবেশি তিনশো টাকা পান তারা। ওভারটাইমের কোনো বালাই নেই।
তাদের আরো অভিযোগ ; সব কাজে ওভারটাইম নেই। তাদের কোনো পরিচয়পত্রও নেই। রাতে কাজ শেষ হলে বাড়ি ফিরতে পুলিশের কাছে জবাবদিহি করতে হয়। তারা জানান ; এই ব্যপারে কতৃপক্ষের কাছ থেকে কোনো সঠিক কোনো উত্তর পাচ্ছেন না।তারা জানান; তাদের দাবি না মিটলে আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে।