সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- স্কুল ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের কাঞ্চননগরে।এলাকার আশ্রম থেকে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।
মৃতের নাম শর্মিলা পণ্ডিত(১৪)।আদিবাড়ি পূর্ববর্ধমানের মেমারির বেগুট গ্রামে হলেও দিদিমার সঙ্গে কাঞ্চননগরের শ্রীগুরু আশ্রমেই থাকতো শর্মিলা।সে রথতলা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়তো।
বুধবার রাতে খাওয়ার পর সে ঘরে ঘুমাতে যায়।বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পান আশ্রমের আবাসিকরা। খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়।