সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- চুরি যাওয়া টাকা ও সোনার গহনা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল বর্ধমান থানার পুলিশ।
গত ৯ অক্টোবর বর্ধমান শহরের বাবুরবাগ এলাকার বাসিন্দা ডাক্তার সন্দীপ কুমার দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান তিনি। তার বাড়ি থেকে মোট ৩০ লক্ষ টাকা ও ১৭ ভরি সোনার গয়না চুরি হয়।
ডিএসপি ট্রাফিক রাকেশ কুমার চৌধুরী জানন, অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বোলপুর থেকে মীর বাদশা ওরফে বিকিকে গ্রেফতার করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথম ১২ নভেম্বর ৪ লক্ষ ৫২ হাজার টাকা ও ১৭ ই নভেম্বর পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ।মোট ৯ লক্ষ ৫২ হাজার টাকা ও প্রায় ৫২ গ্রাম সোনা উদ্ধার হয়।