Type Here to Get Search Results !

জল প্রকল্পের ওভারহেড ট্যাঙ্ক-এর শিলান্যাস করলেন বিধায়ক

 


সংবাদদাতা, অন্ডাল : বুধবার অন্ডালে নতুন জলপ্রকল্পের ওভারের ট্যাংকের শিলান্যাস অনুষ্ঠান হল । কাজের সূচনা করলেন এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ।






বুধবার অন্ডাল গ্রামে সূচনা হলো কেন্দ্রীয় সরকারের 'জল জীবন মিশন'- প্রকল্পের অন্তর্গত নতুন জল সরবরাহ প্রকল্পের কাজ । এই প্রকল্পের মাধ্যমে অন্ডাল গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল । বুধবার অন্ডাল গ্রাম স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় প্রকল্পটির শিলান্যাস অনুষ্ঠান হল । 








এখানে হবে ৪৫০ ঘন মিটারের একটি ওভারহেড জলধার । এই জলাধার থেকে অন্ডাল গ্রাম, তামলা, দুবচুড়ূরিয়া, ভাদুর, দিকনালা সহ সংশ্লিষ্ট এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহ হবে । প্রকল্পের মাধ্যমে কলের সংযোগ দেওয়া হবে ৩৩৬৭ টি বাড়িতে । উপকৃত হবেন প্রায় ১৫ হাজার ২১৫ জন বাসিন্দা । 









এদিন জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন এলাকার তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । নারকেল ফাটিয়ে তিনি কাজটির শুভ সূচনা করেন । উপস্থিত ছিলেন অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধীন পান্ডে, প্রাক্তন প্রধান রাজু রায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালোবরণ মন্ডল, মিনতি হাজরা, অন্ডাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৌশিক মন্ডল, বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যরা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad