সোমনাথ মুখার্জি,জামুরিয়া :- খনি অঞ্চলে হায়নার দেখা মিললো। যে পশুটি আফ্রিকার জঙ্গলেই দেখা মেলে। এবার খনি অঞ্চলে এদের আবির্ভাব দেখে আতঙ্ক এলাকায়।ঘটনাটি পশ্চিম বর্ধমানের জামুরিয়ার চুরুলিয়া এলাকার।
জানা যায়, চুরুলিয়ার চিচুরবিল জঙ্গলে বন্য শুয়োর বা খরগোশ ধরার জন্য ফাঁদ দেওয়া হয়, গতকালও ফাঁদ বিছানো হয়েছিল, আজ সকালে এলাকার মহিলারা জঙ্গল থেকে কাঠ তুলতে গেলে তাদের নজরে আসে জালে আটকা পড়ে একটি বড় হায়েনা। হায়েনা দেখতে পেয়ে মহিলারা ভয়ে পালিয়ে যায় এবং গ্রামবাসীকে খবর দেয়। খবর পেয়ে হায়েনা দেখতে বিপুল ভীড় জমে যায়।
জামুরিয়া থানার অধীন চুরুলিয়া ফাঁড়িতে খবর দেওয়া হয়। চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছান । যদিও হায়েনা কারো ক্ষতি করতে পারেনি। লোকজনকে দূরে থাকার অনুরোধ, তারপর ফরেস্ট রেঞ্জে ফোন করে, গয়া বারাবনী এলাকার গৌরান্ডি বনবিভাগ থেকে ৫টি প্রতিনিধি দল এসে হায়েনাটিকে খাঁচায় ভরে নিয়ে যায়!
একজন বন কর্মকর্তা জানান, এই হায়েনাকে আগে শারীরিক চিকিৎসা দেওয়া হবে, তারপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের হেফাজতে থাকবে!
স্থানীয় লোকজন জানান, এখানে অনেক হায়েনা রয়েছে, কারণ বাংলা একটি পুরানো পাহাড় এবং এর পাশে একটি বন রয়েছে। তাদের আস্তানা ওই জঙ্গলে, কিন্তু তারা এখনো কারো ক্ষতি করেনি। তবে মাঝে মধ্যেই এলাকার অনেক ছাগল ও কুকুর নিখোঁজ হয়েছে। আজ এই হায়না দেখে মনে হচ্ছে তাদের পোষ্য গুলি হায়নারই শিকার হয়েছে।