সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বর্ধমানের পুরনো রেলব্রীজ্রর হকারদের পুনর্বাসনের দাবিতে পূর্ব বর্ধমানের জেলাশাসককে ডেপুটেশন দিল জনপ্রিয় হকার্স ইউনিয়ন।
এদিন সংগঠনের তরফ থেকে একটি মিছিল কার্জনগেটের কাছে পৌছায়। পুলিশ সেখানেই তাদের আটকে দেয়। এরপর কার্জনগেটের কাছে বিক্ষোভ ও অবরোধ করে ওই সংগঠন।
সংগঠনের জেলা সম্পাদিকে ঝর্ণা পাল জানান; কোনোরকম আলোচনা না করেই ঐতিহ্য বাহী ওভারব্রীজ ভাঙা হবে। তার দুদিকে দীর্ঘদিনের হকারদের কোনো দাবি না মেনে উচ্ছেদ করা হবে। এর প্রতিবাদে তারা আজ ডেপুটেশন দিচ্ছেন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন হবে।