তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- শুক্রবার সিকিমে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বেশ কয়েকজন সেনা জওয়ানের।মৃত সেনা জওয়ান দের মধ্যে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা গোপীনাথ মাকুর।
মৃত সেনা জওয়ানের শবদেহ শনিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ সেনার বিশেষ হেলিকপ্টারে করে সিকিম থেকে পানাগড়ে এসে পৌঁছায়।
সেখানে পানাগড়ের বাসিন্দারা এবং বিজেপির কর্মীরা তাকে শ্রদ্ধা জানান।
এদিন পানাগড় বায়ুসেনা বায়ুসেনা ছাউনি থেকে শবদেহ পানাগড় সেনা ছাউনি তে নিয়ে যাওয়া হয়। সেখানে সেনা হাসপাতালে রাখা হবে বলে সেনা সূত্রে জানা গেছে। রবিবার সকালে শহদেহ নিয়ে তার বাড়ি বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন সেনা জওয়ানরা।