সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :- সামনেই পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা নেত্রীদের গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শোনার নির্দেশ দিয়েছেন । গৃহীত হয়েছে 'চলো গ্রামে যায় কর্মসূচি।'
সেই কর্মসূচিতেই সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের অন্তর্গত সরপির কমিউনিটি হলে 'চলো গ্রামে যাই কর্মসূচি' নিয়ে এলাকার মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা আলোচনা সভা সারলেন । এদিনের এই সভায় সরপি গ্রামের মোট ১১ টি বুথের প্রায় সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন ।
উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখার্জি, ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষা চুমকি মুখার্জি প্রমূখ ।