তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার পলাশডাঙ্গা এলাকায় গাছ কাটা কে কেন্দ্র করে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ এক ব্যক্তি তার জমির ওপর লাগানো সমস্ত গাছ কেটে সবুজায়ন ধ্বংস করার চেষ্টা করছেন।যার কারনে এলাকার বাসিন্দারা সহ স্থানীয় স্কুল পড়ুয়ারা তার বিরোধিতা করে বিক্ষোভ দেখায়।
তাদের দাবি যে পরিমাণে গাছ কাটার অনুমতি তাদের রয়েছে তার অতিরিক্ত পরিমাণে তারা গাছ কাটছেন ফলে এলাকায় সবুজায়ন ধ্বংস হচ্ছে। দ্রুত যে পরিমাণ গাছ কাটা হয়েছে সেই পরিমাণ গাছ পুনরায় লাগানোর দাবি জানিয়েছেন তারা।
অপরদিকে জমির মালিক স্পষ্ট জানিয়েছেন তার কাছে বনদপ্তরের ৫০১ টি গাছ কাটার অনুমতি রয়েছে। তার বেশি একটিও গাছ তিনি কাটেন নি। এবং যে পরিমাণে গাছ তিনি কেটেছেন সেই জায়গায় এক হাজারটি গাছের চারা তিনি ওই ফাঁকা জায়গায় লাগাবেন।
পানাগড় বনবিভাগের রেঞ্জার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন জমির মালিক ৫০১টি গাছ কাটার অনুমতি নিয়েছেন এবং তাকে সেই পরিমাণ গাছের চারা রোপন করার কথাও বলা হয়েছে।