তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বিভিন্ন প্রান্তে রাতের অন্ধকারে বেআইনিভাবে চলছে জলাশয় ভরাটের কাজ। প্রশাসনকে বারবার জানিও কোনো সূরাহা মিলছে না। তাই অবশেষে বুধবার আন্দোলনে নামলেন পানাগড় নাগরিক মঞ্চের সদস্যরা।
বুধবার সকালে কাঁকসার দান বাবা মাজারের সামনে থেকে ব্যানার,প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে মিছিল করে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর কাঁকসার বিডিও কে ডেপুটেশন দেন পানাগড় নাগরিক মঞ্চের সদস্যরা।
পানাগড় নাগরিক মঞ্চের সদস্যদের অভিযোগ কাঁকসার বিভিন্ন প্রান্তে একের পর এক জলাশয় ভরাট হয়ে চলেছে। দ্রুত প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। এই বিষয়ে তারা কাঁকসার বিডিওকে একটি ডেপুটেশন দিয়েছেন। কাঁকসার বিডিও বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।