তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার বামুনারা এলাকার একটি বেসরকারি কারখানায় চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম সারাওন চৌধুরী।ধৃত ব্যক্তির বাড়ি দুর্গাপুরের ওয়ারিয়া এলাকায়।
বৃহস্পতিবার রাত্রে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। গত সেপ্টেম্বর মাসের 24 তারিখ ভোর রাত্রে চুরির ঘটনাটি ঘটে। কারখানা কর্তৃপক্ষ 24 তারিখে কাঁকসা থানায় লিখিত অভিযোগ করলে লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে ওই ব্যক্তির নাম জানতে পায়।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে ৪৬১/৩৭৯ ধারায় মামলা রুজু করে আজ মহকুমা আদালতে পেশ করে।পাশাপাশি ভিন্ন একটি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করা হয়।