সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর :- শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরের বাজারী গ্রামে অবৈধ কয়লা মজুদ আছে সূত্রে এই খবর পেয়ে সেই অবৈধ কয়লা উদ্ধারে গিয়ে কয়লা কারবারীদের বাধার মুখে পড়ল ইসিএলের নিরাপত্তা বাহিনী সিআইএসএফ । অবৈধ কয়লা কারবাড়িতে সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে সিআইএসএফ বাহিনী।
ঘটনায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পান্ডবেশ্বর থানার পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ বাহিনীর সাথে ছিল কমব্যাক্ট ফোর্স। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
এরপর এলাকায় পুলিশ ও সি আই এস এফ যৌথ তল্লাশি চালায় অবৈধ কয়লা কারবারিদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত পাওয়া খবর বেলা ১২:৩০ টা পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এলাকা থেকে। তবে পুলিশ ও সিআইএসএফ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে । ঘটনাস্থলে উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ পিকেট।