তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার গোপালপুরে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরো এক জন কে কাঁকসার বাঁশ কোপা টোল প্লাজা থেকে রবিবার রাত্রে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত কে সোমবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে গত অক্টোবর মাসের ২৭ তারিখে কাঁকসার গোপালপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গত ২৮তারিখে গ্রেফতার হয় কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য রমেন্দ্র নাথ মন্ডল।
সেই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে রবিবার রাত্রে কৌশিক মন্ডল নামের এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়।পাশাপাশি ৫টি ভিন্ন ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আর ও ৫ জনকে আজ মহকুমা আদালতে পেশ করা হয় এদিন।