তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ডেঙ্গি রুখতে তৎপর কাঁকসা গ্রাম পঞ্চায়েত।বৃহস্পতিবার কাঁকসার পূর্ব ক্যানেলপার এলাকায় বাড়ি বাড়ি মশা মারার স্প্রে করা হয় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে।
এদিন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এলাকার সমস্ত বাড়ির চারপাশ ও সমস্ত নিকাশিনালায় জীবাণুনাশক স্প্রে করে।যে সমস্ত জায়গায় জল জমে থাকে সেই সমস্ত জায়গায় জমা জল ফেলে কি কি করনীয় তা বোঝান কর্মীরা।
পাশাপাশি এলাকায় কেউ জ্বরে আক্রান্ত আছে কিনা তার খোঁজ নেওয়ার পাশাপাশি কেউ জ্বরে আক্রান্ত থাকলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হয় এলাকাবাসীকে।