Type Here to Get Search Results !

'গ্রাম জাগাও-বাংলা বাঁচাও' -কর্মসূচিতে বাম গন সংগঠনগুলির যৌথ পদযাত্রা



সংবাদদাতা, অন্ডাল : বৃহস্পতিবার অন্ডালের খান্দরা পঞ্চায়েত এলাকায় গ্রাম জাগাও -বাংলা বাঁচাও কর্মসূচির সমর্থনে পদযাত্রা করলো বাম গনসংগঠনগুলি । নভেম্বর মাস জুড়ে এই কর্মসূচি চলবে । 









বামেদের লক্ষ্য আসন্ন পঞ্চায়েত ভোট । সেই লক্ষ্যে পৌঁছাতে 'গ্রাম জাগাও- বাংলা বাঁচাও'- কর্মসূচি নিয়েছে তারা । গোটা নভেম্বর মাস জুড়ে রাজ্যের প্রতিটি এলাকাতেই এই কর্মসূচি পালন করা হবে । পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্য রয়েছে এই কর্মসূচির মাধ্যমে । 










বৃহস্পতিবার কর্মসূচির অঙ্গ হিসাবে অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা করল বাম গণসংগঠনগুলি । সিদুলি কোলিয়ারী থেকে এদিন পদযাত্রার সূচনা হয় । শেষ হয় নাগকাজোরা কোলিয়ারি এলাকায় । বিকেলে দ্বিতীয় পর্বে নাগকাজোরা থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় উখরা স্টেশন মোড়ে । 










পদযাত্রায় অংশ নেন সিপিআই, সিপিএমের ছাত্র, যুব, মহিলা, সাংস্কৃতিক সহ বিভিন্ন গণসংগঠনের সদস্যরা । এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের কাছে তৃণমূল সরকারের দুর্নীতি, অত্যাচার সহ সরকারের জনবিরোধী কার্যকলাপের কথাও তুলে ধরা হবে বলে জানানো গণসংগঠনগুলির পক্ষ থেকে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad