সংবাদদাতা পাণ্ডবেশ্বর :- ইসিএল এর বাকোলা এরিয়ার উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রামের বাউড়িপাড়ায় আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় শিবির । স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্লাড সুগার থেকে শুরু করে ব্লাড গ্রুপ, চোখের চিকিৎসা, ব্লাড প্রেসার সব ধরনের পরীক্ষার ব্যবস্থা ছিল।
সকাল থেকে এলাকার বহু মানুষ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে । বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ছিল বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থাও । ই সি এল এর এই উদ্যোগে খুশি স্থানীয়রা । কি সি এল এর বাকলা কলিয়ারীর মেডিকেল অফিসার এম ও উত্তম কুমার পড়েল, সি এম ও এ কে টোপ্পো রা করলেন এলাকার মানুষের স্বাস্থ্যপরীক্ষা ।
এলাকার প্রায় 100 জন মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এই দিনের শিবিরে । শিবিরে আসা স্থানীয় বাসিন্দা শেখ সিরাজ জানান, এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার বহু বড় মানুষের উপকার হলো এদিন । বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ পাওয়া গেল ।