তনুশ্রী চৌধুরী, কাঁকসা:-কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সোমবার কাঁকসার আমানি ডাঙা আদিবাসী পাড়ায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে শতাধিক মানুষের সুগার পরীক্ষা করা হয়। এছাড়াও এদিন দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে।সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় জমান সাধারণ মানুষ।
এদিন দুয়ারে সরকার ক্যাম্পে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা,কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন তাদের মুখমন্ত্রীর নির্দেশ মতো স্বাস্থ্য সাথীর কার্ড না থাকলেও তাদের আবেদন পত্র জমা নেওয়া হোচ্ছে। তবে অধিকাংশ মানুষই প্রকল্পের আবেদন জমা করে দিয়েছেন সেই কারণে দুয়ারে সরকার ক্যাম্পে তেমন ভিড় আর হয় না।