তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আগুনের হাত থেকে জঙ্গলকে রক্ষা করতে বুধবার সকালে এলাকার বাসিন্দা ও বন দফতরের কর্মীদের নিয়ে বৈঠক ও সচেতনতা মূলক প্রচার করা হলো পানাগড়ের দার্জিলিং মোড়ের বন দফতরের প্রাঙ্গনে।
এদিন বর্ধমান বন বিভাগের DFO সহ উপস্থিত ছিলেন কাঁকসা ও ছোড়া ফাঁড়ির পুলিশ আধিকারিকরা,পানাগড় ফায়ারের আধিকারিকরা,পানাগড় বন বিভাগের রেঞ্জার সহ এলাকার বিশিষ্টজনেরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনেক সময় অসাধু ব্যক্তিরা জঙ্গলে আগুন লাগিয়ে দেয় ইচ্ছাকৃত ভাবে। যার কারণে জঙ্গলে আগুন লেগে ক্ষতি হয় জঙ্গলের ও জঙ্গলে বসবাস করা জীব জন্তুর। তাই জঙ্গল কে রক্ষা করার জন্য কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন।